মূল পাতা আন্তর্জাতিক ভারতে উন্মুক্ত স্থানে নামাজ আদায় করায় শিক্ষার্থী গ্রেপ্তার; বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক 18 March, 2025 04:07 PM
ভারতের উত্তর প্রদেশের মিরাটে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে নামাজ আদায় করায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে আইআইএমটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার (১৬ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মিরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে পুলিশ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন। কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মুসলিম ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খালিদ প্রধান। হিন্দুদের হোলি উদযাপন ঘিরে প্রকাশিত একটি ভিডিওতে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের পর খালিদ প্রধান (খালিদ মেওয়াতি)-কে গ্রেপ্তার করে পুলিশ। ওই ভিডিওতে দেখা যায় একদল ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ আদায় করছে।
এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে এবং ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা দাবি করেন, খোলা জায়গায় নামাজ পড়া হয়েছে এবং “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার” সেই নামাজের ভিডিও আপলোড করা হয়েছে বলে অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে। আর এই ‘অপরাধেই’ তাকে গ্রেপ্তার করা হয়েছে।